শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'জন্মদিনে কি জঙ্গলে চিতা ছাড়ার পরিকল্পনা আছে'? বিধানসভায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে জানতে চাইলেন তৃণমূল বিধায়ক তাপস রায়! হাসির রোল উঠল শাসকদলের বেঞ্চে। হতচকিত বিজেপি বিধায়করা। 'এই প্রশ্ন গ্রহণযোগ্য নয়', রুলিং দিলেন অধ্যক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যবধান ৭০ বছরের। ভারতে ফের চিতা। শনিবার, ১৭ সেপ্টেম্বরে আকাশ পথে দেশের আনা হল ৮টি  চিতা। কোথা থেকে? নামিবিয়া। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্বাস্থ্য় পরীক্ষার পর, চিতাগুলি নিয়ে যাওয়া হয় কুনো ন্যাশনাল পার্কে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাতে বন্যপ্রাণীদের ছেড়ে দেন নির্দিষ্ট এনক্লোজারে। আপাতত সেখানেই থাকবে চিতাগুলি। সেই ঘটনার রেশ এবার রাজ্য বিধানসভায়। রীতিমতো বিড়ম্বনায় পড়লেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 


আরও পড়ুন: Electricity Bill: গ্রাহকদের এবার প্রতিমাসে বিল পাঠাবে বিদ্যুৎ দফতর!


বিধানসভায় তখন প্রশ্নোত্তর পর্ব চলছে। বিধায়কদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর ঠিক পিছনের আসনেই বসেছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। আচমকাই হাত তোলেন তিনি। শাসকদলের বিধায়ককেও যথারীতি প্রশ্ন করার অনুমতি দেন অধ্যক্ষ। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে তাপস রায় জানতে চান, 'প্রধানমন্ত্রী জন্মদিনে চিতা ছেড়েছেন। আপনি তো বনমন্ত্রী, জন্মদিনে কি চিতা ছাড়ার পরিকল্পনা আছে'? কী জবাব দেবে, ভেবে পাচ্ছিলেন না মন্ত্রী। এদিকে শাসকদলের বেঞ্চে ততক্ষণে হাসির রোল ওঠেছে। আর বিজেপি বিধায়করা? হাসছিলেন না বটে। তবে তাঁরা যে হতচকিত, মুখের অভিব্য়ক্তিতে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।


কী উত্তর দিলেন বনমন্ত্রী? কিছুই না! বরং আসরে নামলেন বিধানসভার অধ্যক্ষ। রুলিং দিলেন, 'এই প্রশ্নের সঙ্গে বিধানসভা ও বিধানসভার কাজের সঙ্গে কোনও সম্পর্ক নেই। প্রশ্নটি গ্রহণযোগ্য নয়'। কিন্তু অধিবেশনের বিরতিতেও আলোচনায় থাকল চিতা! তাপস রায়কে দেখে অনেককেই বলতে শোনা গেল 'আপনার মাথায় প্রশ্নও আসে বটে'!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)