সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্ম সম্মান পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য
তিনি সম্মতি দিলে তবেই পরিবারের তরফে সরকারিভাবে জাননো হবে তিনি এই সম্মান গ্রহণ করবেন কিনা
নিজস্ব প্রতিবেদন: ফের পদ্ম সম্মান বাংলায়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণে সম্মানিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
মঙ্গলবার প্রকাশ হয়েছে পদ্মসম্মানের তালিকা। সেই তালিকায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম রয়েছে। তার পরিবারের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে যে পদ্মভূষণে ভূষিত হচ্ছেন তিনি। যদিও সেই সম্মান তিনি গ্রহণ করবেন কিনা সে বিষয়ে কোনও সম্মতি এখনও তার তরফে পাওয়া যায়নি। পরিবারের তরফে জানান হয়েছে যে এই সম্মান তিনি গ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে নির্ভর করছে তার নিজের ইচ্ছার উপরে। তিনি সম্মতি দিলে তবেই পরিবারের তরফে সরকারিভাবে জাননো হবে তিনি এই সম্মান গ্রহণ করবেন কিনা।
আরও পড়ুন: Republic Day: নতুন করে প্রজ্ঞার প্রতিজ্ঞা গ্রহণেরই দিন হোক এই প্রজাতন্ত্র দিবস!
যদিও এর আগে আরেক বাম নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ভারত রত্ন দেওয়ার কথা হলে, সেই সময়ে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
CPI(M)-এর তরফে জানান হয়েছে যে জ্যোতি বসুকে দেওয়া ভারত রত্ন প্রত্যাখ্যান করেন তিনি এবং দলেরও সেটাই বোঝাপড়া। যদিও বুদ্ধদেব ভট্টাচার্যের ইছা জেনে তবেই তা জানানো হবে বলেই জানানো হয়েছে দলের তরফে। যদিও দলীয় সূত্রের খবর জ্যোতি বসুর পথেই হাঁটবেন বুদ্ধদেব ভট্টাচার্য।
এবারের পদ্ম ভূষণের তালিকায় বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, গুলাম নবী আজাদ, সত্য নাদেল্লা, সুন্দর পিচাই এবং সাইরাস পুনাওয়ালা সহ আরও অনেকে।