নিজস্ব প্রতিবেদন : খেলার শিক্ষকের চাকরির নামে প্রতারণার অভিযোগ। দুই ব্যক্তির নামে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নেতাজি নগরের বাসিন্দা শুভজিত্‍ দে-র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, দেহ নীল, শ্বাসরোধের আগে বিষক্রিয়াতেই কি মৃত্যু রজতের!


বছর চারেক আগে দক্ষিণ কলকাতার নেতাজি নগরে থাকতে শুরু করে দে পরিবার। খেলার মাঠে বিকেলে প্রায় যেতেন শুভজিতের বাবা রেলের অবসরপ্রাপ্ত অফিসার সুভাষচন্দ্র দে। অমিত পাল নামে এক ব্যক্তির সঙ্গে সেখানেই তাঁর  আলাপ হয়। অভিযোগ, ছেলেকে সরকারি স্কুলে চাকরি করিয়ে দেওয়ার টোপ দেয় অমিত। আলাপ করিয়ে দেয় তাপস নন্দা নামে এক ব্যক্তির সঙ্গেও। প্রায় ২ লক্ষ টাকা নেওয়া হয় রেলের অবসরপ্রাপ্ত অফিসারের থেকে। বালিগঞ্জ গার্লস হাইস্কুলে শুভজিতের চাকরি হবে বলে জানিয়ে দেয় ওই দুজনই।


আরও পড়ুন, বিষমদ কাণ্ডে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়


কিন্তু বাধ সাধে শুভজিতের ওজন। চাকরির জন্য প্রার্থীর যা ওজন হওয়া উচিত, তার থেকে ওজন বেশি শুভজিতের। অভিযোগ, বিষয়টি সামলে নিতে প্রায় ১০ লক্ষ টাকা টাকা দাবি করে ওই দুজন। সেই দাবিও মেটায় দে পরিবার। এরপর রাঁচিতে নিয়ে গিয়ে শুভজিতের শারীরিক পরীক্ষা করানো হয়। সেখানেও কয়েক লক্ষ টাকা নেওয়া হয় তাঁদের থেকে।


আরও পড়ুন, সিঙুর মনে করিয়ে ফের সিপিএমকে আক্রমণ করলেন মমতা


কিন্তু না, শুভজিতের চাকরি হয়নি।  এরপরই এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করেছে ওই পরিবার।