ওয়েব ডেস্ক : দ্বিতীয়বার সন্তানসম্ভবা। তাই বড় মেয়ের জন্মদিনে তাকে নিয়ে বাড়ির কাছেই সকালবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা মৈত্র। সেই পথেই ই এম বাইপাসের ধারে ম্যাকডোনাল্ডসে আসা। অর্ডার দিয়েছিলেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। কিছুক্ষণ পর বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই যখন টেবিলে এল, তখন খেতে গিয়েই চোখ কপালে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাকেটে আস্ত একটা ভাজা টিকটিকি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখেই অসুস্থ হয়ে পড়েন প্রিয়াঙ্কা। বমি করতে শুরু করেন। বিষয়টি সম্পর্কে সঙ্গে সঙ্গে জানান আউটলেটের ম্যানেজারকে। কিন্তু অভিযোগ, তাঁদের কথায় প্রথমে পাত্তা দেননি ম্যানেজার। এরপরই ওই 'টিকিটিকি ভাজা'র ছবি নিজের ফোনে তুলে নেন প্রিয়াঙ্কা। ছবি সহ অভিযোগ দায়ের করেন থানায়।


যদিও ম্যাকডোনাল্ডসের ওই আউটলেটের তরফে দাবি করা হয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বদলে দেওয়া হয় খাবার। 'ফ্রেশ' খাবার দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে অন্তর্তদন্ত।


আরও পড়ুন, প্রেমিকার 'নগ্ন ছবি' পোস্ট করে বদলা নিল যুবতী!