ওয়েব ডেস্ক: গঙ্গাসাগর মোবাইল অ্যাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের অ্যাপ সাধুদের কাজে। অ্যাপ দেখেই গঙ্গাসাগর প্ল্যান করছেন কোনও কোনও সাধু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন তো মোবাইল অ্যাপের যুগ। ট্যাক্সি বুকিং থেকে শুরু করে ওষুধের অর্ডার। সবই চলে। গুগল প্লে স্টোরে সদ্য প্রবেশ করেছে গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলার খুঁটিনাটি জানা যাচ্ছে মোবাইল অ্যাপেই।


ভক্তরা অনেকেই মোবাইল উপহার দেন। হালফিলে সর্বত্যাগী সন্ন্যাসীরা গিফট পাচ্ছেন অ্যান্ড্রোয়েড ফোনও। তাই পৌষ শেষে গঙ্গাসাগর যাঁদের গন্তব্য, সেই সাধুদের মোবাইলে ডাউনলোড হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলার অ্যাপ। এই অ্যাপ পেয়ে খুশি সাধুদের অনেকেই।


অনেকের আবার দাবি, শুধু অ্যাপ নয়, অন্য বিষয়েও জোর দিক সরকার।