নিজস্ব প্রতিবেদন: একমাসের মধ্যে ২ বার বাড়ল রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতে  ২৫ টাকা বেড়েছিল। রবিবার তার উপর বাড়ল ৫০ টাকা।  ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হল ৭৯৫ টাকা ৫০ পয়সা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিন দফায় বাড়ল সিলিন্ডারপিছু ভর্তুকিহীন গ্যাসের দাম। কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের। বাজেটের পরই এই মূল্য বৃদ্ধিতে সংসার চালাতে নাজেহাল আমজনতা। অর্থনীতিবিদদের একাংশর মতে বাজেটে মধ্যবিত্তের জন্য কোনও বার্তাই ছিল না। একদিকে যেমন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম অন্যদিকের রান্নার গ্যাস। 


প্রসঙ্গত,  গত বছরের শেষ মাসে দু’দফায় সিলিন্ডারপিছু দাম বেড়েছে ১০০ টাকা। মনে করা হচ্ছে এর জেরে বাজারের নিত্য় নৈমিত্তিক দাম আরও বাড়তে পারে। বাজেটে বয়স্কদের নামমাত্র স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু চাকুরিজীবিদের কোনও লাভই হয়নি। বরং দুর্মূল্য বাজার তাদের আরও হতাশ করছে।