নিজস্ব প্রতিনিধি:  প্রখ্যাত সঙ্গীত শিল্পী গিরিজা দেবীর জীবনাবসান। মঙ্গলবার রাতে বিএম বিড়লা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ২০১৬ সালে পদ্মবিভূষণ পান তিনি। ২০১০ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান তিনি। গিরিজাদেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


বেনারস ও সেনিয়া ঘরানার বিখ্যাত শিল্পী ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি। কলকাতাতেই তাঁর চিকিত্সা চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন শিল্পী। সঙ্গে সঙ্গেই তাঁকে বিএম বিড়লা হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৮.৫৫ মিনিটে মৃত্যু হয় তাঁর। ১৯২৯ সালে বারাণসীতে জন্ম হয় এই বিখ্যাত শিল্পীর।১৯৫১ সালে বিহারে প্রথম অনুষ্ঠানে গান গান গিরিজা দেবী। তারপর বেনারস থেকে কলকাতায় চলে আসেন তিনি। ১৯৭২ সালে পদ্মশ্রী পান শিল্পী। ১৯৮৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন এরপর ২০১৬ সালে পদ্মবিভূষণ সম্মান পান গিরিজা দেবী। হিন্দুস্তানি ধ্রূপদি সঙ্গীতে মাইলস্টোন তৈরি করেছিলেন এই শিল্পী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতমহল। শোকজ্ঞাপন করেছেন উস্তাদ রশিদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট সঙ্গীতশিল্পী।