নিজস্ব প্রতিবেদন: পঞ্চসায়রের পর এবার গড়চা রোড। বৃদ্ধা খুনে ফের নজিরবিহীন সিদ্ধান্ত পুলিসের। নাবালিকাকে মানসিক প্রাপ্তবয়স্ক উল্লেখ করে চার্জশিট জমা দিল কলকাতা পুলিস।  জুভেনাইল জাস্টিস বোর্ডে আজই জমা পড়েছে চার্জশিট। খুনে নাতনির নৃশংস ভূমিকা খতিয়ে দেখেই বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় লালবাজার। জুভেনাইল আদালত স্পেশাল বোর্ড গঠন করে। এরপর  ওই নাবালিকার মনস্তত্ব পরীক্ষা করে তাকে সাবালিকা হিসেবেই বিচার করার সিদ্ধান্ত নেয় জুভেনাইল আদালত।


১৩ ডিসেম্বর, ২০১৯, গড়চা রোডে নৃশংসভাবে খুন হন বৃদ্ধা উর্মিলা ঝুন্ড। গ্রেফতার হয় ঊর্মিলা দেবীর পুত্রবধূ ওতার প্রেমিক এবং নাতনি। ধৃতদের জেরা করে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই তিনজন ষড়যন্ত্র করে বৃদ্ধাকে খুন করে বলে নিশ্চিত হয় পুলিস।  ঘটনার দুমাস পর চার্জশিট তৈরির সময় পুলিস জানতে পারে নাতনির বয়স ১৭। যদিও এতদিন সাবালক ধরে নিয়েই চলছিল এই খুনের মামলা। তবে অপরাধের নৃশংসতায় নজর রেখে তাকে সাবালক হিসেবেই বিচার করতে দরবার করে পুলিস। বিষয়টি নিয়ে স্পেশাল বোর্ড তৈরি করেছে জুভেনাইল জাস্টিস বোর্ড। গতকালই লালবাজারকে রিপোর্ট জমা দেয় বোর্ড।