নিজস্ব প্রতিবেদন :  স্বাগত ২০২০। বর্ষবরণে আলোর রোশনাই, উত্‍সবের মেজাজে ভাসল তিলোত্তমা। বর্ষবরণের রোশনাই দেশজুড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাগত ২০২০। বিদায় ২০১৯। বিদায় শব্দে বাঙালির মন আজ কেঁদে ওঠে। ইংরেজি বর্ষবরণে যেন কোথাও বাংলার সংস্কৃতি আজ মিলেমিশে একাকার। নতুনের আবাহনে প্রস্তুত সবাই।



আজ সকালে তারিখটা বদলে গিয়েছে, উনিশের বদলে আজ বিশ। সব মলিনতা মুছে যাক। নতুন সকালে হৃদয় উদ্ভাসিত হোক আলোকমালায়। ZEE২৪ ঘণ্টা ডট কম-এর সকল পাঠককে Happy New Year


আরও পড়ুন- ফিরে দেখা ২০১৯: শক্তি বাড়লেও বাংলায় বিজেপির 'মুখ'-এর খোঁজ, তৃণমূলের লড়াই 'অস্তিত্বরক্ষা'র