সুতপা সেন: মনোনয়ন জমার প্রথম দিনে অশান্তির মধ্যেই মুর্শিদাবাদের খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী। এমনকি দ্বিতীয় দিনেও অব্যাহত অশান্তি। বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র সহ ধৃত তৃণমূল নেতা। এহেন পরিস্থিতির মধ্যেই রাজ্যপালের তলব নির্বাচন কমিশনারকে। রাজ্যজুড়ে অশান্তির খবরেই রাজ্য নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তলব পেয়েই তড়িঘড়ি বৈঠক মাঝপথে থামিয়েই রাজভবন ছুটলেন কমিশনার। আধ ঘণ্টার মত রাজভবনে ছিলেন রাজিবা সিনহা। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের ডাকে হাত নাড়িয়ে বেড়িয়ে যান রাজ্য নির্বাচন কমিশনার। কোনও মন্তব্য করলেন না তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে সূত্রের খবর, নির্বাচন কমিশনারকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিস ফোর্স নিয়ে প্রশ্ন রাজ্যপালের। যথেষ্ট ফোর্স আছে কিনা প্রশ্ন রাজ্যপালের। কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে কিনা জানতে চান রাজ্যপাল। রাজ্যপাল যখন কমিশনারের কাছে জানতে চান, পর্যাপ্ত ফোর্স কি আছে? কেন্দ্রীয় বাহিনী কি আনছেন? উত্তরে কমিশনার জানান, কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত সাধারণত আদালত নেয়। মামলা আদালতে বিচারাধীন। সেক্ষেত্রে আপাতত আদালতের দিকেই তাকিয়ে তারা। 


এছাড়াও মনোনয়ন নিয়ে প্রশ্ন রাজ্যপালের। যে প্রসঙ্গে কমিশনার বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। রাজ্যপালকে তিনি জানান, মুর্শিদাবাদের জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। দ্রুত গন্ডগোল বন্ধের নির্দেশ দিয়েছেন। মনোনয়ন ঘিরে অশান্তির খবর রাজ্যপাল কমিশনারকে নির্দেশ দেন, নমিনেশনের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। শান্তিপূর্ণ মনোনয়নের দিকে নজর দিক কমিশন। 


জবাবে কমিশনার রাজিবা সিনহা জানান, আজ সকালে তিন জেলা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনার অবস্থা জানতে ওই জেলাশাসকদের ফোন করেন তিনি। প্রসঙ্গত, মনোনয়নের দিন বাড়ানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। দরকারে আইন অনুযায়ী বাড়ানো হতে পারে বলে আভাস দিয়েছেন। এর পাশাপাশি, ১৩ জুন সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন।


আরও পড়ুন, WB Panchayat Election 2023: কংগ্রেস কর্মী খুন থেকে মনোনয়নে অশান্তি, বোমা-অস্ত্র উদ্ধারে কড়া নির্দেশ কমিশনের!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)