জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  'একাংশ অপরাধী, একাংশ রাজনীতি দ্বারা প্রভাবিত, একাংশ দুর্নীতিগ্রস্ত'। কলকাতা পুলিসকে নিয়ে এবার বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। বললেন, 'এরজন্য সমস্ত পুলিসবাহিনীকে দোষ দেওয়া যায় না'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Kasba Incident: জোরাল হচ্ছে জমি বিবাদের তত্ত্বই! হদিশ মিলল কসবাকাণ্ডে ব্যবহৃত স্কুটির...


রাজ্যের পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এর আগেও। সম্প্রতি আরজি কর অভিযুক্ত সঞ্জয় রায়ের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা প্রাক্তন পুলিস কমিশনার বিনীত গোয়েল সম্পর্কে নবান্নের কাছে রিপোর্টও তলব করেন রাজ্যপাল। কসবাকাণ্ডের পর ফের কলকাতা পুলিসের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।


এদিকে রাজভবনের এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠেছিল রাজ্যপালের বিরুদ্ধেও। তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, 'পুলিসের বিরুদ্ধে তো বলবেনই।  কারণ, ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে, আর সেই অভিযোগের তদন্ত করেছে পুলিস। উনি সংবিধানিক সুযোগ নিয়ে, রক্ষাকবচ নিয়ে নিজেকে সেই তদন্তের বাইরে রেখেছেন। আর অন্যের সব রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন। ফলে ওনার পুলিসের উপর কলকাতা জাতক্রোধ।  ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে, সেই অভিযোগটা পুলিসের তদন্ত করার কথা।  সেই জায়গায় ওনার ব্যক্তিগত রাগটা পুলিসের উপর মেটাচ্ছেন'।



আরও পড়ুন: Firhad Hakim: 'মমতার ছবি সরিয়ে ভোটে জিতে দেখাক', হুমায়ুনের 'অভিষেক সওয়ালে' সায় নেই ফিরহাদের?


বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, আমরা রাজ্যপালের ভরসা পশ্চিমবঙ্গে রাজনীতি করছি না। আমরা আমাদের নির্দিষ্ট স্বতন্ত্র অবস্থান নিয়ে তৃণমূলের এই খুন, রাহাজানি, অত্যাচার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। সঙ্গে প্রশ্ন, 'রাজ্যপাল তাঁর যে অভিমত, সেটা মানুষের সামনে বলেছেন। তাঁর সে স্বাধীনতা আছে। কিন্তু তারজন্য় রাজ্যপাল কী করছেন'?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)