নিজস্ব প্রতিবেদন: 'হিংসা' নিয়ে আরও একবার রাজ্য-রাজ্যপাল সংঘাত।  দিল্লিতে গণহত্যা হয়েছে বলে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জগদীপ ধনখড় বাংলার হিংসার কথা স্মরণ করিয়ে বললেন,''ভারতের যে প্রান্তেই হিংসা হোক না কেন, একইভাবে নিন্দা করা দরকার।''   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর-পূর্ব দিল্লির হিংসা নিয়ে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপিকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন,''এটা পরিকল্পিত গণহত্যা।'' এদিন হাওড়ার একটি অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন,''হিংসা নিয়ে নির্বাচিত অবস্থান নিলে চলে না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসাকে অস্বীকার করা চলে না। এখানকার রাজনৈতিক হিংসা আমার হৃদয়কে ব্যথিত করেছে। দিল্লির হিংসা নিয়ে নিন্দা করব অথচ পশ্চিমবঙ্গ নিয়ে বলব না, এটা ঠিক নয়। সব ধরনের হিংসার নিন্দা করা দরকার। দিল্লি হোক বা বাংলা, ভারতের সব প্রান্তের হিংসারই নিন্দা করা দরকার। তফাত্ করা উচিত নয়।''
   
মমতার জমানায় বাংলায় কোনও হিংসার ঘটনা ঘটেনি বলে দাবি করলেন ফিরহাদ হাকিম। বলেন,  ''রাজ্যে এরকম ঘটনা ঘটেনি। এক নন্দীগ্রাম ফায়ারিং ছাড়া, যেখানে এত মানুষ মারা গিয়েছে। রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক আছে। দিল্লি নিয়ে উনি ভাবুন। রাজ্যপাল তো দিল্লির লোক।'' 


এদিন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সভা থেকে বিজেপিকে আরও একবার আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, বাংলার এক ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেবেন না। এর পাশাপাশি দিল্লি হিংসার কথা তুলে আগাগোড়া বিঁধলেন বিজেপিকে। অভিযোগ করলেন, দিল্লি-ইউপি মডেল বাংলাতেও চালু করতে চায় বিজেপি। পুলিস মমতা নির্দেশ দেন, কড়া নজরদারি রাখতে হবে।


আরও পড়ুন- প্রসূতিদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে হাসপাতালে, CID তদন্তের নির্দেশ মমতার