ওয়েব ডেস্ক : সিনেমা দেখানোকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনার কড়া নিন্দা করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। একসময়ের উত্কর্ষতা ক্ষেত্র, এখন বিশৃঙ্খলা ক্ষেত্রে পরিণত হয়েছে। চাঁছাছোলা ভাষায় এভাবেই গতকালের ঘটনার তীব্র সমালোচনা করলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। সেইসঙ্গে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে কড়া পদক্ষেপ নেয়, সেকথাও বলেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে, এখনই এই ঘটনায় রিপোর্ট তলবের কথা ভাবা হয়নি বলে জানিয়েছেন কেশরীনাথ ত্রিপাঠি। তিনি বলেন, সম্ভবত উপাচার্য সুরঞ্জন দাস তাঁর সঙ্গে দেখা করবেন। তিনি যে রিপোর্ট দেবেন, তার উপর ভিত্তি করেই পদক্ষেপ নেওয়া হবে।


গতকাল ক্যাম্পাসের মাঠে অনুমতি ছাড়াই নির্দেশক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত “বুদ্ধ ইন এ ট্র্যাফিক জ্যাম” ছবিটি দেখানো নিয়ে ABVP সমর্থক ও যাদবপুরের পড়ুয়াদের মধ্যে হাতাহাতি বাধে। পড়ুয়াদের তরফে অভিযোগ, বচসার সময় ক্যাম্পাসে বহিরাগতরা ঢোকে। এমনকী কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানিও করা হয়। অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে কাল রাতভর বিক্ষোভ উত্তাল ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে থানা এলাকা।