নিজস্ব প্রতিবেদন: যাদবপুরের উপচার্য ও সহ-উপাচার্যকে দেখতে হাসপাতালে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস এবং সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষ। এরপর ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। শনিবার সকালে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন প্রায় ১৫ মিনিট হাসপাতালে ছিলেন রাজ্যপাল। কথা বলেন উপাচার্য ও সহ উপাচার্যের সঙ্গেও। উল্লেখ্য, আপাতত স্থিতিশীল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। সুগার এবং রক্তচাপ মোটের ওপর নিয়ন্ত্রনে। ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের। সূত্রের খবর, আগামিকাল হাসপাতাল থেকে তাঁদের ছাড়ার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন: কোনও ক্ষতি হবে না আপনার ছেলের, নিগ্রহকারী দেবঞ্জনবল্লভের মায়ের আর্তিতে আশ্বাস বাবুলের