কলকাতা: পাড়ুইকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজ ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হরিশ ট্যান্ডনের সিঙ্গল বেঞ্চ। রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার।


গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডন রায় দিতে গিয়ে বলেন, সিটের তদন্ত একপেশে। তাই পাড়ুইকাণ্ডে সিবিআই তদন্ত প্রয়োজন। পুলিসের ভূমিকার কড়া সমালোচনা করে বিচারপতির মন্তব্য ছিল, সিটের তদন্তে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে। তদন্ত রিপোর্ট সরকারি আইনজীবীদের কাছে দেখানো উচিত হয়নি ডিজির। অনুব্রত মণ্ডলের উস্কানিমূলক মন্তব্য সম্পর্কে ডিজির ব্যাখাতেও অসন্তোষ প্রকাশ করেছে আদালত।