ওয়েব ডেস্ক: গ্র্যান্ড শো উপলক্ষে আজ বেলা তিনটে থেকেই বন্ধ থাকবে শহরের বেশ কিছু রাস্তা। রেড রোড তো বন্ধ থাকবেই। সেই সঙ্গে বন্ধ থাকবে হসপিটাল রোড, হসপিটাল রোড পূর্ব ও পশ্চিম। লাভার্স লেন, ডাফরিন রোড, কুইনসওয়ে,  আউট্রাম রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ,  পলাশি গেট রোড বন্ধ রাখা হবে অনুষ্ঠানের জন্য। জওহরলাল নেহরু রোড থেকে ডাফরিন রোড পর্যন্ত মেয়ো রোড বন্ধ থাকবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল


বন্ধ রাখা হবে এসপ্ল্যানেড রাম্প। দর্শকদের পায়ে হেঁটে ঢুকতে হবে রেড রোডে।  গাড়িতে এলে নামতে হবে ধর্মতলা, পার্কস্ট্রিটে। রেড রোড থেকে আকাশবাণী ভবনের পাশ দিয়ে কিংস ওয়ে, স্ট্র্যান্ড রোড হয়ে বাঁজা কদমতলা ঘাটে নিরঞ্জনের জন্য যাবে প্রতিমা। তাই এই সব রাস্তা এড়িয়ে চলতে পরামর্শ দিচ্ছে পুলিস।


আরও পড়ুন  সরকারের অনুমান আজ রেড রোডে ৫০ হাজারের বেশি দর্শক আসবেন