ওয়েব ডেস্ক: রাতের ট্রেনে জিআরপির দাদাগিরি। প্রতিবন্ধী সংরক্ষিত কামরায় জায়গা হল না প্রতিবন্ধী তরুণীর। প্রতিবন্ধী কার্ড ছিড়ে, জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে মালদহ স্টেশনে।


দক্ষিণ দিনাজপুরের আট ফুট তিন ইঞ্চি লম্বা মেয়েটি রাজ্যে পরিচিত মুখ। নিয়মিত চিকিত্‍সার জন্য কলকাতা আসতে হয় তাঁকে। রবিবার শিয়ালদহ মুখী গৌড় এক্সপ্রেসে চড়েন তিনি। সঙ্গে তাঁর মামাও ছিলেন। তরুণীর দাবি, ঘুষ খেয়ে প্রতিবন্ধী সংরক্ষিত কামরায় সাধারণ যাত্রীদের বসার সুযোগ করে দিচ্ছিল জিআরপি। আর বৈধ যাত্রী হওয়া সত্ত্বেও নামিয়ে দেওয়া হয় তরুণীকে। তিনি মালদহ জিআরপিতে লিখিত অভিযোগ করেছেন। কর্তাদের মুখে কুলুপ। ঘটনার দায় শিয়ালদহ জিআরপির ওপর চাপানোর চেষ্টা করছে মালদহ জিআরপি। (আরও পড়ুন- বিএড পড়া নিয়ে মতবিরোধ, পরিণতি আত্মহত্যা)