জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে সমাধান হল হরিদেবপুরের খুনের ঘটনার। জানা গিয়েছে ডালিয়া নরেন্দ্রপুর খেয়াদার বাসিন্দা। পরশু বিকেল তিনটে চল্লিশে তিনি স্বামীকে বললেন, তিনি হরিদেবপুরের একজনের কাছে চার হাজার টাকা পান এবং সেটাই আনতে যাচ্ছেন। সন্ধে সাতটায় স্বামী ফোন করেন। স্বামীকে ডিম্পি ওরফে ডালিয়া হোয়াটসঅ্যাপে একটা কারেন্ট লোকেশন পাঠায়। এরপর ঘন্টায় ঘন্টায় রাত ১২টা পর্যন্ত ফোন করেও ডিম্পিকে ফোনে পাননি স্বামী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরইমধ্যে মঙ্গলবার সকালে হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পাশে রাস্তায় সালোয়ার কামিজ পরিহিত এক মহিলাকে দেখা যায়। স্বামী এসে দেহ ডালিয়ার বলে শনাক্ত করেন। তার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্তে নামে হরিদেবপুর থানা। জানা যায়, ডিম্পির এক পার্টনার অরুণাভ পাত্রের সঙ্গেই দেখা করতে আসেন ডিম্পি।


আরও পড়ুন: Haridevpur Murder: হরিদেবপুরে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, কল রেকর্ড ঘেঁটে ধৃত খুনি


ঘটনার পর থেকে অরুণাভ পলাতক থাকায় পুলিসের সন্দেহ বাড়ে। মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটায় সোনারপুর থেকে অরুণাভকে গ্রেফতার করা হয়। জেরায় অরুণাভ জানায়, ডিম্পি ফ্ল্যাটে এসেছিল। সেই সময় অরুণাভ মদ্যপ ছিল। বকেয়া টাকা চাইতেই তার সঙ্গে ডিম্পির বচসা শুরু হয়। 


আরও পড়ুন: Haridevpur Murder: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, দোলের দিন রাস্তায় মিলল গৃহবধূর দেহ....


এরপর রাগের মাথায় ডিম্পির ওড়না দিয়েই তাকে সে শ্বাসরোধ করে খুন করে। খুনের পর ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ দেহ ছিল। তারপর বন্ধু অর্জুন দাসকে ফ্ল্যাটে ডেকে পাঠায় অরুণাভ। এরপর রাত প্রায় দুটোয় দুজন মিলে ফ্ল্যাটের মাত্র ২০ মিটার দুরে দেহ ফেলে দেয়। এরপর দুজন একসঙ্গে পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতেই দত্তপুকুর থেকে অর্জুনকেও গ্রেফতার করে পুলিস। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


তথ্য সূত্র- অয়ন ঘোষাল