ওয়েব ডেস্ক: বাইক আপগ্রেড করল কলকাতা পুলিশ। ক্লাসিক রয়্যাল এনফিল্ড ছেড়ে এবার তারা সওয়ার হার্লে ডেভিডসনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আধুনিক হচ্ছে কলকাতা পুলিশ। তাদের বাইকবাহিনীতে আসছে হার্লে ডেভিডসন। দু‍‍‍'মাস আগে হার্লে ডেভিডসন স্ট্রিট ৭৫০ মডেলের বাইক কেনা হয়েছে। গত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে প্যারেডে প্রথম নজরে আসে সেই বাইক। ভারতে এই প্রথম কোনও রাজ্যের পুলিশ হার্লে ডেভিডসন ব্যবহার করছে।


কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রতিটি বাইকের দাম পড়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা। মাস দুয়েক আগে এগুলি কেনা হয়েছে। তবে তা রাস্তায় এখন দেখা ‌যাবে না। বিভিন্ন অনুষ্ঠানেই আপাতত ব্যবহার করা ‌হবে। রয়্যাল এনফিল্ড বাইকগুলি ‌যেমন আছে, তেমনই থাকবে। ৩৫০ সিসির এনফিল্ডের চেয়ে হার্লে ডেভিডসন অনেক বেশি শক্তিশালী। 


আরও পড়ুন, হাজার সিসির রয়্যাল এনফিল্ড, দাম ৫ লাখ