নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শারীরিক অবস্থা এখনও একই রকম। উডল্যান্ডসের ক্রিটিকাল কেয়ারে Dr Koushik Chakraborty, Consultant Physician, Dr Dhrubo Bhattacharya, এবং  Dr Soutik Panda-র তত্বাবধানে রয়েছেন তিনি।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 বিশেষ উন্নতি হয়নি। শুক্রবারের বুলটিন অনুযায়ী, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের চাহিদা একই থাকলেও। সামান্য কথা বললেই হাঁপিয়ে যাচ্ছেন তিনি। ক্লান্তিভাব রয়েছে তার। করোনার জন্য ঘিরে ধরেছে এই ক্লান্তিভাব। 


বাইপ্যাপের সাহায্যে ৪ লিটার অক্সিজেন প্রয়োজন হচ্ছে প্রতিনিয়ত।   চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। রক্তচাপও নিয়ন্ত্রণে। তাঁর হৃদস্পন্দন প্রতি মিনিটে ৫৬। তবে শুকনো কাশি রয়েছে। প্রস্রাবও স্বাভাবিক।  তার মধ্যে রয়েছে, Clexane, Solumedrol ও রেমডেসিভির। এখনও পর্যন্ত মোট চারবার রেমডেসিভির দেওয়া হল তাঁকে। 


প্রসঙ্গত, গত ১৮ মে করোনায় আক্রান্ত হন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর সিওপিডি-র সমস্যা বহুদিনের। তবে হাসপাতালে ভরতি হতে চাননি প্রথমে। স্ত্রী মীরা ভট্টাচার্যকে (Mira Bhattacharya) হাসপাতালে ভরতি করা হলেও বাড়িতেই চিকিৎসা চলছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দিন সাতেক পর বাড়ি ফিরে আসেন বুদ্ধদেবের স্ত্রী। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবার তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়।