নিজস্ব প্রতিবেদন: তৃতীয়া থেকেই মণ্ডপে মানুষের ভিড়। পুজোর মুখে ফের রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৪। সংক্রমণে শীর্ষে কলকাতা! উৎসবে রাশ টানতে এবার নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য দফতরের সতর্কবার্তা
--------------
 
শোভাযাত্রা বা জমায়েত করবেন না।


পুজোয় ভিড় এড়িয়ে চলুন।


বৃদ্ধ ও শিশুদের ভিড় থেকে দূরে রাখুন


মণ্ডপে গিয়ে সিঁদুর খেলা থেকে বিরত থাকুন


অঞ্জলি দেওয়ার সময়ে শারীরিক দূরত্ব মেনে চলুন


মণ্ডপে নির্দিষ্ট দূরত্বে দাগ কেটে দেওয়ার পরামর্শ।


আরও পড়ুন: #উৎসব: খরচ-সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে রাজ্যকে, পুজো অনুদানে সায় হাইকোর্টের


বছর ঘুরে গেল, কিন্তু করোনার আতঙ্ক পিছু ছাড়ল না এখনও! এবছর কোভিড মেনে দুর্গাপুজোর অনুমতি দিয়েছে সরকার। পাল্টা জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে হাইকোর্টে। আদালত জানিয়েছে, বড় ক্লাবের ক্ষেত্রে ৫০-৬০ জন সদস্য, আর ছোট ক্লাবের ক্ষেত্রে ১০-১৫ মণ্ডপে ঢুকে খেলা, আরতি, অঞ্জলি -সহ সব যাবতীয় আচার পালন করতে পারবেন। তবে, যাঁরা মণ্ডপে ঢুকবেন, তাঁদের ভ্যাকসিনে দুটি ডোজ নিতেই হবে। এমনকী, কারা থাকবেন? সে তালিকা প্রশাসনকে দিতে হবে সংশ্লিষ্ট ক্লাবগুলিকে। কঠোরভাবে করোনা বিধি মানতে হবে। নিয়ম না মানলে পুজোর অনুমতি বাতিলও করে দিতে পারে পুলিস। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)