নিজস্ব প্রতিবেদন: সাঁড়াশি চাপে অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল সিবিআই। দুপুরের সেই ফরমানের পর বিকেলে ফের এক ধাক্কা। ভোট পরবর্তী অশান্তিতে ইলামবাজারে গৌরব সরকার খুনের মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে তলব করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ওই মামলায় সিজিও কমপ্লেক্সে হাজির দিতে হবে রবিবার বেলা এগারোটার মধ্য়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার  কথা থাকলেও এনিয়ে টানাপোড়েন চলল বেশ কয়েকঘণ্টা। তবে একেবারে বিকেলে আইনজীবী মারফত সিবিআইকে ইমেল পাঠালেন অনুব্রত। সূত্রের খবর, সেখানে অনুব্রত লিখেছেন তাঁর শরীর বেশ খারাপ। হাঁটাচলা করতে সমস্য়া হচ্ছে। চিকিত্সকেরা ৪ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে। এখন অক্সিজেন চলছে। ফলে আরও একবার হাজির এড়ানোর চেষ্টা করলেন অনুব্রত মণ্ডল। তবে সূত্রের খবর, অনুব্রতর কাছ থেকে ওই চিঠি পাওয়ার পর দিল্লির আধিকারিকদের সঙ্গে কথা বলছেন সিবিআই অফিসাররা।


এদিকে, সিবিআই দফতরে হাজিরা দেওয়া নিয়ে অনুব্রতকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাঁকুড়ায় আজ তিনি বলেন, এবার অনুব্রতর সিবিআই দফতরে যাওয়া উচিত। কতটা নিজে খেয়েছেন, কতটা ওপরে পাঠিয়েছেন তা জানিয়ে দেওয়া উচিত। ভয় পাওয়ার কী আছে। একবার গেলেই ভয় কেটে যাবে। তারপর বারবার যেতে ইচ্ছে করবে।


অন্যদিকে, অনুব্রতকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বগটুই, গরু পাচার-সহ বিভিন্ন মামলায় জড়িয়েছে অনুব্রতর নাম। হাজিরার নির্দেশ এড়ানোর জন্য জন্য হাইকোর্টে গিয়েছিলেন। সেখানে সুবিধে করতে না পেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উনি এত ভয় পাচ্ছেন কেন? নাকি নবান্ন ভয় পাচ্ছে।  


আরও পড়ুন-Sukanta On Anubrata: 'একবার গেলেই ভয় কেটে যাবে, বারবার যেতে ইচ্ছে করবে', অনুব্রতকে কটাক্ষ সুকান্তর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)