ওয়েব ডেস্ক: ২০৮০ সালের মধ্যে গরমের কবলে ভারতের শহরাঞ্চলে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হবে। আহমেদাবাদের ইন্ডিয়ান ইন্সটিটউট অফ ম্যানেজমেন্টের সাম্প্রতিক একটি গবেষণায় এমনটাই অনুমান করা হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'Predicted increase in heat- related mortality under climate change in urban India' নামের এই গবেষণা পত্রটিতে ভারতীয় পলিসি মেকারদের এই ভাবে আবহাওয়ার আমূল পরিবর্তনের দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করা হয়েছে।


এই বছরই দেশে গরমের কবলে প্রাণ হারিয়েছেন ২০০০ জনেরও মানুষ।


এই গবেষণার জন্য ৫২টি শহরের উপর একটি সমীক্ষা চালনো হয়েছে। দেখা গেছে তাপপ্রবাহ বা গরমে একবিংশ শতকে মৃত্যুর হার ৭১ থেকে ১৪০% বৃদ্ধি হয়েছে।


কলকাতা, দিল্লি, আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরুতে এই হার সর্বাধিক।


ভারতের ও পার্শ্ববর্তী সব উন্নয়নশীল দেশগুলি বর্তমানে এই সমস্যায় ভুগছে।  


২০৮০ সালের মধ্যে ভারতের গড় উষ্ণতা ৪.৮ ডিগ্রি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি, জীবনযাত্রা এবং যথেচ্ছ হারে শিল্পায়ন উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ।