ওয়েব ডেস্ক: অটো-দৌরাত্ম্যের শিকার খোদ মন্ত্রীও। এতটাই বেপরোয়া, এতটাই লাগামহীন এ শহরের অটোচালকরা। মন্ত্রীর দিকেই আঙুল তোলা, মন্ত্রীর সঙ্গে তর্ক, বাদ পড়ল না কিছুই। খাদ্য ভবনের গেটের বাইরে সার সার অটো দাঁড়িয়ে থাকে রোজ। নিয়ম নেই, তবু এখান থেকেই চলে যাত্রী তোলা।


আরও পড়ুন- নারদ তদন্তে হাইকোর্টের নয়া নির্দেশ


খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি আজ খাদ্যভবনে ঢোকার মুখে বাধা পায় এমনই কিছু অটোর সামনে। গাড়ি থেকে নেমে আসেন মন্ত্রী। কেন অটো এখানে রাখা? এ প্রশ্নের উত্তরে, পাল্টা মন্ত্রীর সঙ্গেই তর্ক জুড়ে দেন অটো চালকরা। জবাব আসে, এখানেই রাখেন তাঁরা, এটাই নাকি নিয়ম! চলে তুমুল তর্কাতর্কি। আসরে নামতে হয় পুলিসকে। তবে যা ঘটল তা দেখে প্রশ্ন উঠতে বাধ্য, খোদ মন্ত্রীকেই যদি রেয়াত না করেন অটোচালকেরা, তাহলে সাধারণ মানুষের দশা কী হবে?


আরও পড়ুন- উচ্চ শিক্ষায় মেধাবৃত্তি পেতে লাগবে না আধার কার্ড