ওয়েব ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকে ছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাষ জানিয়েছিল যে আজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‌ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাষ অনুযায়ীই উত্তর ও মধ্য কলকাতা এবং গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয় সকাল থেকেই। শুধু বৃষ্টিই নয়, ভোরবেলা থেকে প্রচন্ড ঝড়ও হয়। কিছুদিন ধরেই বাতাসে জলীয় বাষ্পের পরিমান বাড়ায় বাতাসের আপেক্ষিক আদ্রতা খানিকটা বেড়েছিল। সেই বাড়তি আপেক্ষিক আদ্রতার জেরেই বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টিতে সকাল থেকেই বিপর্যস্ত জনজীবন। আবার অন্যদিকে অত্যধিক গরমের হাত থেকেও মুক্তি মিলেছে।