হেভিওয়েট প্রার্থী মমতা ব্যানার্জি
প্রার্থীর নাম- মমতা বন্দ্যোপাধ্যায়
রাজনৈতিক দল- তৃণমূল কংগ্রেস
পেশা- সর্বক্ষণের রাজনীতি
শক্তি- রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, জনসংযোগ, তাঁর আমলে রাজ্যের সর্বাধিক উন্নয়ন হয়েছে বলে দাবি
দুর্বলতা- সারদা কেলেঙ্কারি ও নারদ ঘুষকাণ্ডে নাম জড়িয়েছে দলের অনেক প্রথমসারির নেতানেত্রীর। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি, অনুন্নয়ন নিয়ে বিরোধীদের অভিযোগ।
নির্বাচনী কেন্দ্র- ভবানীপুর (কলকাতা)
প্রধান প্রতিপক্ষ- জোটপ্রার্থী কংগ্রেসের দীপা দাশমুন্সি। BJP-র তরফে লড়াইয়ে আছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বোস।
জন্ম- ৫ জানুয়ারি ১৯৫৫
বয়স- ৬১ বছর