নিজস্ব প্রতিবেদন: নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় সোমবার তদন্ত রিপোর্ট জমা পড়ল হাই কোর্টে। তারপরেই হাই কোর্টের তোপের মুখে রাজ্য সরকার।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাই কোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল প্রশ্ন করেন তদন্তের জন্য যে সব অফিসার নিয়োগ করা হয়েছে তাদেরকে রাজ্য নিয়োগ করেছে নাকি SIT? এই নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের পরামর্শ নেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্নও করেন তিনি।  


আরও পড়ুন: Fire Breaks: কলুটোলা স্ট্রিটে আগুন, ঘিঞ্জি এলাকায় আগুন ছড়ানোর আশঙ্কা


গতমাসের শুরুতে কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে, ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে গঠিত SIT-এর মাথায় নিয়োগ করে কলকাতা হাই কোর্ট। এরপরেই সোমবারের রিপোর্টে চেল্লুরের কোনও রকম বক্তব্য না থাকায় কোর্ট প্রশ্ন করে যে চেল্লুরের পরামর্শের কি দরকার নেই? এছাড়াও আইনজীবী নিয়োগ সংক্রান্ত বিষয়েও প্রশ্ন করেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।  


হাই কোর্ট জানায় তারা একটা কমিটি করে দিয়েছেন কিন্তু তার রিপোর্টে কোনও 'মিনিটস' নেই এবং কমিটির প্রধান মঞ্জুলা চেল্লুরের সুপারভিশনও নেই। অসন্তুষ্ট হাই কোর্ট জানায় কমিটি নিজের ইচ্ছামত কাজ করছে এবং নিজেদের মধ্যে কোনও কোঅর্ডিনেশন নেই। কোন কোন ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং কেন শুনানিতে জিপি নেই সেই প্রশ্ন করে কোর্ট। জিপির কাছে মামলার গুরুত্ব সম্পর্কে প্রশ্ন তোলে কোর্ট। 


কোর্ট জানিয়ে দেয় মঞ্জুলা চেল্লুরের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি কর্ণাটক রাজ্যে থাকেন। তার নিরাপত্তার নিরাপত্তার বিষয়টা দেখবে রাজ্য। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে নভেম্বরের ৮ তারিখ। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)