নিজস্ব প্রতিবেদন: জিডি বিড়লার কৃতী ছাত্রী কৃত্তিকা পালের মা-বাবাকে নোটিশ পাঠাল আদালত। এই মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করল আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ঘটনায় স্কুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল আদালত। বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, “বারবার একই জিনিস চলতে পারে না।” জিডি বিড়লার পুরনো মামলাটিও এদিন আদালতে উছে আসে।


জি. ডি বিড়লার পুরনো মামলায় নতুন মোড়। ২০১৭ সালের শিশুনিগ্রহের ঘটনার পরে  নিরাপত্তা সংক্রান্ত কী কী পদক্ষেপ রাজ্য নিয়েছে এবং  কৃত্তিকা পালের  মৃত্যুর  পরে তদন্ত কোন পর্যায়ে রয়েছে,  সেই রিপোর্ট  মুখবন্ধ খামে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। শৌচালয়ের পর্যবেক্ষণ ও নিরাপত্তা সুনিশ্চত করতে রাজ্যকে একাধিক পরামর্শ দেয় আদালত।


অবিশ্বাস্য! মুখ্যমন্ত্রীর বক্তব্য খণ্ডন করতে উঠেপড়ে লেগেছেন মন্ত্রীরা: সুজন


এবিষয়ে আদালতের পর্যবেক্ষণ...


১.  শৌচালয়ের বাইরে কোনো অ্যাটেনডেন্ট রাখা যায় কিনা সেটাও খতিয়ে দেখতে হবে।


২. বৃহত্তর কলকাতার স্কুলগুলোতে অ্যাটেনডেন্ট রাখতে হলে মোট  কত জন লাগবে ?


৩.   বৃহত্তর কলকাতার স্কুলগুলোতে  কত সংখ্যায় শৌচালয় আছে?


৪. প্রতিটি ক্লাসের পরে উপস্থিতি  নথিভুক্ত করা সম্ভব কিনা ?


এই মামলার পরবর্তী শুনানি ২২তারিখ।