ওয়েব ডেস্ক : ব্রিগেডে RSS-এর সভা করায় স্থগিতাদেশ দেয় কলকাতা পুলিস। এবার সেই মামলাতেই কলকাতার পুলিস কমিশনারকে শো-কজ করল হাইকোর্ট। RSS-কে কমিশনারের কাছে নতুন দরখাস্তের কথা বলেছিল আদালত। কমিশনারকে সেই দরখাস্ত বিবেচনার নির্দেশ দেওয়া হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ১৪ জানুয়ারি ব্রিগেডেই হবে 'ভাগবত কথা', মিলল শর্তসাপেক্ষে অনুমতি


কিন্তু সেই দরখাস্ত বিবেচনা করে খারিজ করে দেন জয়েন্ট কমিশনার। আমলাতন্ত্রের এই ঔদ্ধত্য কেন? আজ শুনানিতে এমনই প্রশ্ন তুলল হাইকোর্ট। এবং এপ্রশ্নের ওপরই  শো-কজ করা হল পুলিস কমিশনার রাজীব কুমারকে। দু'সপ্তাহের মধ্যে শো-কজের জবাব দিতে হবে তাঁকে। এদিকে, আগামিকালের RSS-এর সভায় আজ হাইকোর্ট সিলমোহর দেয়। তবে তা শর্তসাপেক্ষে।