ওয়েব ডেস্ক : নারদ মামলায় ফের রাজ্য পুলিসে অনাস্থা প্রকাশ হাইকোর্টের। ভিডিওয় একজন IPS অফিসারকে টাকা নিতে দেখা যাচ্ছে। সব দেখাশোনার পরও পুলিসের তরফে স্বতঃপ্রণোদিত মামলা পর্যন্ত হয়নি। এরপরও কী করে নিরপেক্ষ তদন্ত আশা করা যায়! প্রশ্ন আদালতের। CBI-এর হাতেই তদন্তভার দেওয়ার ইঙ্গিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারদ কাণ্ডে তদন্তভার দেওয়া হতে পারে স্বাধীন কোনও সংস্থাকে। ইঙ্গিত আগেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুনানি পর্বে একাধিক বার রাজ্য পুলিসে অনাস্থা প্রকাশ করেছেন খোদ প্রধান বিচারপতি। বুধবারের শুনানিতেও সেই সুর। বুধবার শুনানির শুরুতেই বক্তব্য রাখেন ২ অভিযুক্তের আইনজীবী।


এর মধ্যে SM মির্জার আইনজীবী বলেন, "একজন ব্যক্তি টিভিতে, খবরের কাগজে বিষয়টি দেখে মামলা করে দিল। অথচ ম্যাথু ২ বছর ধরে বিষয়টি জেনেও কিছু করল না। এ তো দেখছি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি।" অভিযুক্ত পক্ষের আইনজীবীদের মূল বক্তব্যই ছিল, ২ বছর ধরে নারদ ভিডিও চেপে বসে থেকে, ভোটের আগে পরিকল্পিতভাবে তা প্রকাশ করা হয়। আদালত সরাসরি সিবিআই তদন্ত কীভাবে দিতে পারে? আগে পুলিসি তদন্তই হওয়া উচিত। তাতে অসন্তুষ্ট হলে তবে সিবিআই  বা অন্য কাউকে তদন্তভার দেওয়ার প্রশ্ন উঠবে।


এরপরই প্রধান বিচারপতি নিশীথা মাত্রে বলেন, "একজন IPS অফিসারকে টাকা নিতে দেখা যাচ্ছে ভিডিওয়। অথচ পুলিস চোখ বুজে রয়েছে। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজুও করা হয়নি। এটা কি সমর্থন করা যায়!" SM মির্জার আইনজীবীকে উদ্দেশ্য করেও প্রধান বিচারপতির মন্তব্য, "আপনি একজন পুলিসের হয়ে মামলা লড়ছেন, আবার এটাও মনে করছেন যে রাজ্য পুলিস তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করবে! ঘটনার আরও তদন্ত হওয়া উচিত কিনা, এটাই বিচার্য বিষয় বলে মনে করছে আদালত।"


আরও পড়ুন, তৃণমূল সাংসদদের গ্রেফতারের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার সম্পর্ক নেই : CBI