`সাম্প্রদায়িকতার রং লাগাচ্ছে একটি রাজনৈতিক দল`, শিখের পাগড়ি খোলা বিতর্কে জবাব স্বরাষ্ট্র দফতরের
`একটি রাজনৈতিক দল তাদের স্বার্থসিদ্ধির জন্য তাতে ইচ্ছে করে সাম্প্রদায়িকতার রং লাগানোর চেষ্টা করছে। তথ্যের বিকৃতি ঘটাচ্ছে। পুলিস আইন মেনেই তার কাজ করেছে।`
নিজস্ব প্রতিবেদন : বিজেপির নবান্ন অভিযানের মিছিল থেকে আগ্নেয়াস্ত্র সহ বলবিন্দর সিংকে গ্রেফতার করে পুলিস। সেই ঘটনায় পুলিসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিখের পাগড়ি খুলে নেওয়ার। শিখের পাগড়ি খুলে তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার। অবমাননা করার। সেই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে টুইট করে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। এবার সেই ঘটনায় মুখ খুলল পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দফতর।
এদিন ৩ দফা টুইটে স্বরাষ্ট্র দফতর নাম না করে নিশানা করেছে বিজেপি। উদ্দেেশ্যপ্রণোদিতভাবে একটি রাজনৈতিক দল অযথা এই ঘটনায় সাম্প্রদায়িকতার রং লাগাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে। স্বরাষ্ট্র দফতরের স্পষ্ট বক্তব্য, "এরাজ্যে শিখ ভাইবোনেরা শান্তি, সম্প্রীতি ও খুশিতে থাকেন। তাঁদের বিশ্বাস ও আচারের প্রতি সবার শ্রদ্ধা রয়েছে। সাম্প্রতিককালে মিছিলে আগ্নেয়াস্ত্র সহ একজনের গ্রেফতারির প্রসঙ্গ একটি বিচ্ছিন্ন ঘটনা। একটি রাজনৈতিক দল তাদের স্বার্থসিদ্ধির জন্য তাতে ইচ্ছে করে সাম্প্রদায়িকতার রং লাগানোর চেষ্টা করছে। তথ্যের বিকৃতি ঘটাচ্ছে। পুলিস আইন মেনেই তার কাজ করেছে।"
প্রসঙ্গত, বিজেপির নবান্ন অভিযানে ধৃত বলবিন্দর সিং সহ আরও ২ জনের ফের ৮ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন হাওড়ার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গত বৃহস্পতিবার নবান্ন অভিযানের দিন আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় বলবিন্দর সিংকে। তাঁর পিস্তল লাইসেন্সপ্রাপ্ত বলে দাবি করা হলেও, তিনি উপযুক্ত কাগজপত্র পেশ করতে পারেননি বলে দাবি পুলিসের।
আরও পড়ুন, ঝাঁ চকচকে স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে মধুচক্র! 'সার্ভিস' নিতে গিয়ে ধৃত টলিউডের সিরিয়াল অভিনেতা