ওয়েব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আজ অভিষেকের এমআরআই করা হয়েছে। বেলভিউয়ে ২১৭ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। ব্ল্যাক টি ও ফলের রস খেয়েছেন অভিষেক। ডান চোখ দিয়ে জল বেরোচ্ছে।


আজ তাঁকে দেখতে আসেন এক ম্যাক্সিলো ফেসিয়াল বিশেষজ্ঞ। যদিও চিকিত্সকরা বলছেন, দুর্ঘটনার পর এখনও খানিকটা আতঙ্কে রয়েছেন অভিষেক। যাকে ডাক্তারি পরিভাষায় বলে পোস্ট শক ট্রমা। অভিষেকের সারা শরীরে ভাঙা কাঁচের টুকরোয় ছড়ে গিয়েছে। চোখের সাদা অংশ থেকে রক্তক্ষরণ হয়েছে। চোখের নীচের হাড়ে চিড় ধরেছে। এছাড়া তিন বার সিটি স্ক্যান করেও বড় কোনও আঘাতের চিহ্ন মেলেনি।