নিজস্ব প্রতিবেদন: হাওড়া পুরসভার সংশোধনী বিল সই করেননি রাজ্যপাল। এদিন টুইট করে একথা জানালেন জগদীপ ধনখড়। ওই বিলের প্রস্তাব অনুযায়ী, হাওড়া থেকে বিচ্ছিন্ন করা হবে বালি পুরসভাকে৷ প্রায় এক মাস আগে বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হলেও সরকারের কাছে বেশ কিছু ব্যাখ্যা চেয়ে বিলটিতে সই করেননি তিনি৷  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতাকে ট্যাগ করে টুইট করে ধনখড় বলেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড় হাওড়া মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১-এ অনুমোদন দিয়েছেন। কিন্তু তা ঠিক নয়। সংবিধানের ২০০ ধারার অধীনে বিবেচনাধীন রয়েছে। কারণ এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু তথ্য প্রত্যাশিত।’



এ বিষয়ে বিভিন্ন মিডিয়া রিপোর্ট খারিজ করে টুইটারে নিজেই শনিবার জানিয়েছেন সে কথা। সম্প্রতি, হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস হয়েছে। এই টানাপড়েনের মধ্যেই রাজ্য সরকারের আর্জি মেনে ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়া পুরভোটের প্রস্তুতি শুরু করে রাজ্য নির্বাচন কমিশন। 


আরও পড়ুন, KMC Election 2021: 'সমস্ত সিসিটিভি সংরক্ষণ করতে হবে', কমিশনকে নির্দেশ হাইকোর্টের


কলকাতার সঙ্গেই হাওড়া পুরসভার নির্বাচনও একসঙ্গে করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন৷ কিন্তু বিরোধীদের আপত্তি হাওড়া পুরসভা সংশোধনী বিল রাজ ভবনে আটকে থাকায় সেই পরিকল্পনা ভেস্তে যায়৷ 


রাজ্য নির্বাচন কমিশনের তরফে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি রাজ্যের বাকি পুর নিগমগুলিতে ভোট করাতে চায় তারা৷ এর মধ্যে রয়েছে হাওড়াও৷ কিন্তু রাজ্যপাল হাওড়া পুরসভা সংশোধনী বিলে সই না করায় হাওড়ার পুরভোট কবে হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল৷ 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App