আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক, টোকাটুকি রুখতে কড়া প্রহরা
আজ থেকে শুরু হচ্ছে ২০১৬-র উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা হলে টোকাটুকি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
কলকাতা : আজ থেকে শুরু হচ্ছে ২০১৬-র উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা হলে টোকাটুকি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৭০০। ছাত্রসংখ্যার তুলনায় ছাত্রীর সংখ্যা ১৫০০০ বেশি। মোট ৬৪৯টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
সাম্প্রতিক কালে দেখা গেছে, মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে তা হোয়াটসঅ্যাপ করে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপর হোয়াটসঅ্যাপেই চলে আসছে উত্তর।
টোকাটুকি রুখতে এবছর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাই সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষার হলের ভিতর কোনও পরীক্ষার্থী যদি মোবাইল নিয়ে ধরা পড়ে, তাহলে সেই মুহূর্তে তার খাতা কেড়ে নিয়ে তাকে বের করে দেওয়া হবে। বাতিল হয়ে যাবে ওই পরীক্ষার্থীর পরীক্ষা। এছাড়া টোকাটুকির জন্য ‘বিখ্যাত’ এমন ৭৫টি কেন্দ্রে থাকবে কড়া পুলিশি প্রহরা।