ওয়েব ডেস্ক : কলকাতা পুলিসের ওসি এবং অ্যাডিশনাল ওসি পদে ব্যাপক রদবদল। নতুন পদে বদলি করে দেওয়া হল বেশ কয়েকটি থানার অফিসারদের। এর মধ্যে উল্লেখযোগ্য, আলিপুর থানার ওসি দেবাশিস রায়ের বদলি। কয়েকমাস আগেই এই থানায় দায়িত্ব নেন তিনি। এরই মধ্যে তাঁর এই বদলি ঘিরে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী


পুলিস মহলে জল্পনা, CMRI ভাঙচুরকাণ্ডে তাঁর ভূমিকায় খুশি নন নগরপাল। সেকারণেই তড়িঘড়ি এই বদলি কিনা, এ প্রশ্ন উঠছে। বদলির লিস্টে নাম রয়েছে আলিপুর থানার অ্যাডিশনাল ওসি সৌরভ ভট্টাচার্যেরও। দু'জনকেই নতুন দায়িত্বে পাঠানো হয়েছে, কলকাতা পুলিসের SCO বা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বিভাগে।