নিজস্ব প্রতিবেদন: ২৬ দফা দাবিতে বিধানসভার সামনে অবস্থান বিক্ষোভে পার্শ্বশিক্ষকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে তাঁরা এখান থেকে যাবেন না বলেই জানিয়েছেন। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৫০জনকে। বুধবার অধিবেশনের কথা বিধানসভায়, সেই মতোই সকাল ১১টা থেকেই বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে পরে জানা যায় আজ আসছেন না মুখ্যমন্ত্রী। এরপরই তারা গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন। আপাতত পুলিস বেশ কয়েকজনকে সরিয়ে নিয়ে গেছে। বেতন বৃদ্ধির পাশাপাশি বেশ কয়েকটি দাবি জানিয়েছেন পার্শ্বশিক্ষকরা। এর আগে ৫হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছিল তাঁদের বেতন। তবে এবার শিক্ষকদের মতোই সমবেতনের দাবি জানাচ্ছেন তাঁরা। পাশাপাশি চাকরি জীবন শেষেও পেনশনেরও দাবি করেছেন। সবমিলিয়ে স্থায়ীকরণেরই দাবি তুলেছেন তাঁরা।