নিজস্ব প্রতিবেদন : শুক্রবার, ১০ জুলাই প্রকাশিত হবে ICSE (দশম শ্রেণি)  ও ISC (দ্বাদশ) পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার CISCE ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে। শুক্রবার বেলা ৩টের সময় ফলপ্রকাশ হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা?


বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাউন্সিলের 'CAREERS' পোর্টালে, কাউন্সিলের মেইন ওয়েবসাইটে ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানা যাবে। CISCE অনুমোদিত স্কুলগুলি প্রিন্সিপ্যালের লগ ইন আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে 'CAREERS' পোর্টালে লগ ইন করতে পারবে। সেখান থেকে ওই স্কুলের সব পরীক্ষার্থীর রেজাল্ট কর্তৃপক্ষ পেয়ে যাবে।



অন্যদিকে পরীক্ষার্থীরা নিজেরা কাউন্সিলের ২টি ওয়েবসাইট  'cisce.org' এবং 'results.cisce.org'-এ লগ ইন করে রেজাল্ট দেখতে পারবে। পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও রেজাল্ট জানতে পারবে। এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানার জন্য 09248082883 এই নাম্বারে পরীক্ষার্থীদের তাদের Unique ID মেসেজ করতে হবে। এসএমএস পাঠাতে হবে এই ফর্ম্যাটে- 'ICSE/ISC (Unique ID)'।


আরও পড়ুন, 'ভুয়ো খবর', এখনই বেরচ্ছে না CBSE দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট, জানাল বোর্ড