ওয়েব ডেস্ক: বিসর্জন বিতর্কে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  দিলীপবাবুর কটাক্ষ, "পরের বছর মা দুর্গা কখন আসবেন, সেটাও হয়তো বলে দেবেন মুখ্যমন্ত্রী।" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির রাজ্য সভাপতির কথায়,"হাজার হাজার বছর ধরে দুর্গাপুজোয় অস্ত্র পুজোর প্রথা চলে আসছে। তাতেও বাধা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। কেউ অস্ত্র মিছিল করবে বলেনি। প্রতিবারই মণ্ডপে বলি দেওয়ার আগে অস্ত্র পুজো করা হয়। অস্ত্র পুজোর অনুমতি দিয়েছে হাইকোর্ট।' দিলীপবাবুর কটাক্ষ, 'রাজ্য সরকার হারার জন্যই আদালতে ‌যায় না। আজ প‌র্যন্ত একটাও মামলায় জিততে পারেননি।' 


দিলীপবাবুর আরও দাবি, হাইকোর্টের নির্দেশের অবমাননা করছেন মুৃখ্যমন্ত্রী। ঘুরপথে বিসর্জন আটকে দিতে পুলিসের অনুমতির কথা বলছে রাজ্য সরকার। তাঁর খোঁচা, "অশান্তির কথা বলে হয়তো পরের বার বলবেন দুর্গার হাতে অস্ত্র থাকবে না। স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ নিয়ে মাকে আসতে হবে। বা তাঁর কন্যাশ্রী, ‌যুবশ্রী প্রকল্পের প্ল্যাকার্ড নিতে হবে। ওনার তো সিংহকে নিয়েও আপত্তি হতে পারে। মুখ্যমন্ত্রী বলতে পারেন, সিংহ অশান্তি ছড়ায়। তার পরিবর্তে হয়তো সবুজ সাথী সাইকেল নিয়ে আসতে হবে মাকে।"


বিজেপির রাজ্য সভাপতি এদিন অভি‌যোগ করেছেন, হুগলির একটি পুজো মণ্ডপের উদ্বোধনে বাবুল সুপ্রিয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে শাসক দলের চাপে সেই আমন্ত্রণ প্রত্যাহার করেছে পুজো কমিটি। 


আরও পড়ুন, একাদশীতে পুলিস বিসর্জনের অনুমতি না দিলে আদালতে আসবেন, জানাল হাইকোর্ট