মুখ্যমন্ত্রীর নির্দেশে সরল মহম্মদ আলি পার্কের `অসুর ডাক্তার`
ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর নির্দেশে সরানো হল মহম্মদ আলি পার্কের বিতর্কিত মূর্তি। আগামিকাল ওই পুজোর উদ্বোধন। তার আগে পুজো উদ্যোক্তাদের মূর্তিটি সরিয়ে ফেলতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সেটি সরিয়ে দেওয়া হয়।
শুক্রবার ঐতিহ্যবাহী মহম্মদ আলি পার্ক পার্কের প্রতিমার ওপর থেকে পর্দা উঠতেই বিতর্ক দানা বাঁধে। অসুররূপে দেখা যায় চিকিত্সককে। প্রতিবাদে ফেটে পড়ে চিকিত্সকদের সংগঠন। বিপদ বুঝে ওই মূর্তি ভুয়ো চিকিত্সকের বলে বিতর্ক এড়ানোর চেষ্টা করে পুজো কমিটি। এমনকি মৃত্শিল্পীকে দায়ী করা হয়। তিনি নাকি গায়ে ভুয়ো চিকিত্সক লিখতে ভুলে গিয়েছেন।
শনিবার দুপুরে মূর্তির গায়ে ব্যানার টাঙানো হয়। দুটি চিকিত্সকের মূর্তির ওপর লেখা হয় 'ভুয়ো ডাক্তার'। চিকিত্সকদের কাছে ক্ষমাও চেয়েছেন পুজো উদ্যোক্তারা।
আরও পড়ুন, পুজোতে বৃষ্টির ভ্রুকুটি, তাই তৃতীয়াতেই মণ্ডপে 'সপ্তমীর' ভিড় কলকাতায়