নিজস্ব প্রতিবেদন:  বাড়ির ভিতরেই চলত মদের ব্যবসা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বেহালার রাজা রামমোহন রায় রোডের নেতাজি সড়কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্ষিপ্ত এলাকাবাসী বাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেহালা থানার পুলিশ।


আরও পড়ুন: সিপিএমের বিরুদ্ধে অতিরিক্ত কংগ্রেস প্রীতির অভিযোগ শরিকদের, ভেঙে যেতে পারে বামফ্রন্ট


এলাকার বাসিন্দাদের অভিযোগ, কয়েকবছর ধরেই বাড়িটিতে অবৈধভাবে চলছে মদের ব্যাবসা। এমনকি, অন্য একটি বাড়ির ঠিকানা নিজের মদের ব্যবসার জন্য ব্যবহার করে থাকেন ওই ব্যক্তি।  বুধবার থেকেই বিষয়টি নজরে আসে এলাকার বাসিন্দাদের। বৃহস্পতিবার রাতে বিক্ষোভ দেখান  তাঁরা।



এদিকে খবর পেয়ে রাতেই বাড়িটিতে হানা দেন আবগারি দফতরের আধিকারিকরা। বাড়িটির  মধ্যে থেকে প্রচুর  মদের বোতল উদ্ধার হয়। রীতিমতো কাউন্টার তৈরি করা ছিল।


বাড়িটিকে সিল করে দেওয়া হয় আবগারি  দফতরের তরফে। বাড়ির মালিক অশোক সিনহার দাবি, তাঁর কাছে সমস্ত কাগজপত্র রয়েছে।



 


নিয়ম মেনেই তিনি ব্যবসা চালান। পুলিশ অবশ্য অভিযোগের ভিত্তিতে ঘটনাটি  খতিয়ে দেখা শুরু করেছে।