নিজস্ব প্রতিবেদন: চিকিৎসকরাই বলছেন নজীরবিহীন ঘটনা। মিরাকেলও বটে। ৭ দিনে এম আর বাঙ্গুর হাসপাতাল থেকে হয়ে বাড়ি ফিরলেন রেকর্ড সংখ্যক রোগী। হাসপাতাল সূত্রে খবর, সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ২০০ জন। যা এক কথায় অভূতপূর্ব, অন্তত এমনটাই বলছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সকলেই। যদিও এদের মধ্যে প্রত্যেকে করোনা আক্রান্ত ছিলেন না। বেশিরভাগই স্রেফ করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ শনিবারই ভর্তি থাকা এই রোগীদের প্রায় ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। এম আর বাঙ্গুর হাসপাতাল একের পর এক মৃত্যুর ঘটনা, স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় বিতর্ক তৈরি ছড়িয়েছিল দেশজুড়ে। বিতর্কের মুখে পড়ে নড়েচড়ে বসে সরকার। বাড়ানো হয় তৎপরতা। আরও চিকিৎসক পাঠানো হয় এম আর বাঙুর হাসপাতালে। 


এমনকী বেলেঘাটা আইডি হাসপাতাল থেকেও করোনা চিকিৎসা করার জন্য অভিজ্ঞ চিকিৎসকদের পাঠানো হয়। তারপরই বদলাতে শুরু করে এম আর বাঙ্গুর হাসপাতালের ছবিটা। 
হাসপাতালের তথ্য বলছে, গত শনিবার থেকে আজ শনিবার সকাল পর্যন্ত প্রায় ২০০ রোগীকে ছুটি দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। এরমধ্যে একশো জনের বেশি উপসর্গ নিয়ে এম আর বাঙ্গুর হাসপাতাল ভর্তি ছিলেন। 


শনিবার ৪৬ জনের পরপর দু-বার করোনার রিপোর্ট নেগেটিভ আসার ফলে তাঁদের আজ সুস্থ ঘোষণা করে বাড়ি পাঠানো হল। হাসপাতাল সূত্রের খবর, আগামিকাল বাড়ি পাঠানোর কথা আরও ৪০ জনকে। আর এই খবরই যে আশার আলো দেখাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।