জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেড রোডে মহা সমারোহে পালিত হয় ৭৭ তম স্বাধীনতা দিবস। মঞ্চে উপস্থিত ছিলেম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই ১১ জন সরকারি আধিকারিককে মেডেল দিয়ে সম্মানিত করেন তিনি। এরপরে পুলিস আধিকারিকদের জন্য সম্মান প্রদান করেন তিনি। সকালে রেড রোডে পৌঁছে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনি। রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী। সেখানে পুষ্পবৃষ্টি করে রাজ্য পুলিসের বিশেষ হেলিকপ্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যে ১১ জন আধিকারিক বিশেষ সম্মান পেয়েছেন তাঁরা হলেন, বিপি গোপালিকা, বিবেক কুমার, ডঃ মনোজ পন্থ, প্রভাত মিশ্র, সংঘমিত্রা ঘোষ, নারায়ণ স্বরূপ নিগম, শান্তনু বসু, ডক্টর পিবি সেলিম, শরদ কুমার দ্বিবেদী, মুক্তা আর্য এবং বিধান রায়। যেসব পুলিশ আধিকারিকরা পুলিশ মেডেল পেলেন তাঁরা হলেন, এসপি আলিপুরদুয়ার ওয়াই রঘুবংসি, এসপি হাওড়া গ্রামীণ স্বাতী ভাঙালিয়া, পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান সরকার, এসপি হুগলি গ্রামীণ আমনদ্বীপ। 


এরপরেই রেড রোডে শুরু হয়ে যায় কুচকাওয়াজ। রেড রোডে স্বাস্থ্যসাথী প্রকল্পের ট্যাবলো, দুয়ারে রেশন প্রকল্পের ট্যাবলো সহ অন্যান্য বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয়।