সৌমেন ভট্টাচার্য: নামার কথা ছিল ইম্ফল বিমানবন্দরে। কিন্তু আবহাওয়া খারাপ। ফলে নামতে পারেনি বিমান। মাঝ আকাশে চক্কর খেতে শুরু করে বিমানটি। এদিকে জ্বালানি প্রায় শেষের পথে। শেষমেশ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগো বিমানটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লি থেকে ইম্ফল যাচ্ছিল ইন্ডিগোর বিমান 6E2615। কিন্তু ইম্ফল বিমানবন্দরে খারাপ আবওয়া বিমানের অবতরণে বাধা দেয়। অবতরণ করতে না পেরে মাঝ আকাশেই চক্কর কাটতে শুরু করে ইন্ডিগো বিমানটি। এদিকে বেশ খানিকক্ষণ চক্কর কাটার পর উড়ানের জ্বালানি প্রায় শেষ হয়ে আসে। 


ফলে জরুরি হয়ে পড়ে অবতরণ। সঙ্গে সঙ্গেই বিমানচালক যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি-র সঙ্গে। তারপরই ১৪১ জন যাত্রী নিয়ে বিমানটি জরুরি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।



আরও পড়ুন, Pet Pitbull: ছেলের আদরের পোষ্য পিটবুল পেট চিরে মারল মাকে!


Manoranjan Byapari: 'ধান্দাবাজরা ফের দলে ফিরছেন, মমতা বললে বিধায়ক পদ ছেড়ে দেব', বিস্ফোরক তৃণমূল বিধায়ক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)