ওয়েব ডেস্ক : শীতের কলকাতা দেখতে এল খঞ্জর ও ঘড়িয়াল। নৌবাহিনীর দুই রণপোত। খিদিরপুর ডকে দুই যুদ্ধজাহাজের খুঁটিনাটি কাছ থেকে দেখল স্কুল পড়ুয়ারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খঞ্জর ফ্রিগেট রণপোত। মূলত নজরদারিতে ব্যবহৃত হয়। শত্রুকে ধ্বংস করতেও এর ব্যবহার। চেন্নাইয়ে নিখোঁজ নজরদারি বিমান খুঁজে বের করতেও একে কাজে লাগানো হয়েছে। ঘড়িয়ালের ব্যবহার উভচর হিসেবে। বিশাল পেটে অনায়াসে বহন করতে পারে সারি সারি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি আবার ট্রাক-লরিও। আবার প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ পৌঁছতেও একে কাজে লাগে।


সার্জিকাল স্ট্রাইকের পর থেকেই সামরিক বাহিনীতে উত্‍সাহ বেড়েছে আম জনতার। শুক্রবার দুপুরে খিদিরপুরের ডকে ভারতের দুই যোদ্ধাকে গভীর মনোযোগের সঙ্গে দেখল স্কুল পড়ুয়ারা। আরও পড়ুন, ভয়াবহ অগ্নিকাণ্ড পাতিপুকুরে, ভস্মীভূত ২০টি বাড়ি