Calcutta High Court: আবাসনেও প্রশাসক! `সমস্ত লোকাল বডি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে`, ক্ষুব্ধ বিচারপতি
`রাজ্যের সমস্ত লোকাল বডি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে! স্কুল, কলেজ, সমবায়-সহ সর্বত্র। কলকাতা হাইকোর্ট এই হস্তক্ষেপ চায় না।` বুধবার রাজারহাটের একটি অ্যাপার্টমেন্টের নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এমন মন্তব্য করলেন বিচারপতি রাজশেখর মান্থা। ই-মেলের মাধ্যমে ভোট করানোর নির্দেশ আদালতের।
অর্ণবাংশু নিয়োগী: "রাজ্যের সমস্ত লোকাল বডি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে! স্কুল, কলেজ, সমবায়-সহ সর্বত্র। কলকাতা হাইকোর্ট এই হস্তক্ষেপ চায় না।" বুধবার রাজারহাটের একটি অ্যাপার্টমেন্টের নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এমন মন্তব্য করলেন বিচারপতি রাজশেখর মান্থা। ই-মেলের মাধ্যমে ভোট করানোর নির্দেশ আদালতের।
রাজারহাটের রোজ ডেল গার্ডেন অ্যাপার্টমেন্ট ওনার অ্যাসোসিয়েশনের তরফে অনলাইনে নির্বাচন ঘোষণা করা হয়। অভিযোগ, সেই নির্বাচনকে বাতিল ঘোষণা করে প্রশাসক বসিয়ে দেয় রাজ্যের সমবায় দফতর। রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি রঞ্জন বসু-সহ কয়েকজন। আবেদনকারীদের আইনজীবী সৃজীব চক্রবর্তী আদালতে জানান, ওই অ্যাসোসিয়েশনে মোট ৬০০ জন সদস্য রয়েছেন। নির্বাচনের আগেই রাজ্য সরকার প্রশাসক বসিয়েছে। এতে নির্বাচন বিঘ্নিত হচ্ছে এবং প্রশাসক একজন বহিরাগত। আইনজীবী প্রশ্ন করেন, রাজ্য কীভাবে সব বিষয়ে হস্তক্ষেপ করতে পারে?
এরপরই বিচারপতি রাজা শেখর মান্থা মন্তব্য করেন, "রাজ্যের সমস্ত লোকাল বডি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে। স্কুল, কলেজ, সমবায়-সহ সর্বত্র। আদালত এই হস্তক্ষেপ চায় না।" সমস্ত নথি খতিয়ে দেখে হাইকোর্ট রাজ্যের প্রশাসক নিয়োগের নির্দেশ খারিজ করে দেয়। পাশাপাশি ২৬ মে ই-মেলের মাধ্যমে নির্বাচনের নির্দেশ দেয় র্আদালত।
বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনের নোটিস জারি করবেন। ১৭ মে'র মধ্যে সদস্যের তালিকা নোটিস বোর্ডে টাঙাতে হবে। ১৯ মে মনোনয়ন দাখিল করতে হবে। প্রত্যেক সদস্যের ই-মেল আইডি প্রকাশ করতে হবে। অ্যাসোসিয়েশনের নিধারিত ই-মেল আইডি-তেই ভোট দান করবেন সদস্যরা।