জানুয়ারিতে হচ্ছে না International Kolkata Book fair, অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখেই পিছোল বইমেলা।
নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বইমেলা হওয়ার কথা ছিল। স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখেই পিছোল বইমেলা।
জি-২৪ ঘণ্টাকে বইমেলার গিল্ড কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "পৃথিবীর বেশ কিছু জায়গায় পুনরায় লকডাউন জারি করা হয়েছে। করোনায় ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা"।
তিনি আরও বলেন, "এই মুহূর্তে আন্তর্জাতিক বিমান বন্ধ রয়েছে। ফলে বিদেশি বইয়ের স্টল করা সম্ভব নয়। বিভিন্ন দেশ থেকে প্রকাশকরা আসেন। যা কলকাতা বইমেলা অন্যতম বৈশিষ্ট্য। অগত্যা, এ হেন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গিল্ড কর্তা আরও জানিয়েছেন, "আমরা প্রস্তুত রয়েছি। স্কুল, কলেজ, শুরু হলে ও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হলে, পুনরায় বইমেলার আয়োজন করা হবে।