নিজস্ব প্রতিবেদন: টানা ছাত্র বিক্ষোভে অচল যাদবপুর।  এখনও অনশনে অনড় আন্দোলনকারীরা। জট খুলতে  মঙ্গলবার জরুরি বৈঠকে বলবে ইসি। যাদবপুরে কি ফিরবে প্রবেশিকা? তা নির্ধারিত হবে এই বৈঠকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যাদবপুরের প্রবেশিকা বিতর্কে সোমবারই রাজ্যপাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এবিষয়ে কর্মসমিতির সিদ্ধান্তই চূড়ান্ত। পাশাপাশি তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অবস্থার প্রয়োজনে উপাচার্য হস্তক্ষেপ করতে পারেন। কিন্তু, আইন মেনেই সেই হস্তক্ষেপ করতে হবে। যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়াদের অনশন কর্মসূচি ষষ্ঠ দিনে পড়ল। সোমবারই এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তত্ক্ষণাত্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: ফের যাদবপুরে বিক্ষোভের মুখে উপাচার্য


সোমবার সকালে পড়ুয়াদের মুখোমুখি হন উপাচার্য। সহ-উপাচার্যকে নিয়ে উপাচার্য সুরঞ্জন দাস অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে আসেন তিনি। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। অনশন তুলে নেওয়ার অনুরোধও জানান।  উপাচার্যের সামনেই ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তখনই উপাচার্য পদ থেকে ইস্তফা দেওয়ার ইঙ্গিতও দেন তিনি।