নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়ায় অমিত শাহ যে মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছিলেন, তা বীরসা মুণ্ডার নয়। এমনটাই দাবি করে বিজেপিকে বাংলা বিরোধী তকমা সেঁটে দিয়েছে তৃণমূল। ফেসবুক, টুইটারে চলছে প্রচারও। এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিন সাফাই দিলেন, বীরসা মুণ্ডা মোড়ে মূর্তিটি ছিল। সেটা তৃণমূলই গড়েছিল। এখন বলছে ওটা বীরসা মুণ্ডার মূর্তি নয়। তাহলে তো ওরাই বীরসা মুণ্ডার অপমান করেছে।          


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন,''তৃণমূল পরিচালিত জেলা পরিষদই ওই মোড়ের নাম রেখেছে বীরসা মুণ্ডা। ওখানে একটা ছোট্ট মূর্তি ছিল। সেটা তুলে সরকারই নতুন মূর্তি লাগিয়েছে। এখন বলছে, ওটা বীরসার নয়, শিকারির মূর্তি। তাহলে তো বীরসাকে অপমান করছে? ওঁরা কি বীরসা মুণ্ডাকে শিকারি হিসেবে দেখেন? আমরা তো তাঁকে মহাপুরুষ হিসেবেই দেখি। মূর্তির নীচে ছবিও রেখেছিলাম। মাল্যদানও করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই দিলীপের মন্তব্য , ওটা বীরসার মূর্তি। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করার পর আজ থেকে বীরসা মুণ্ডারই মূর্তি হয়ে গেল।


বাঁকুড়ায় মূর্তিটি নিয়ে আপত্তি তুলেছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। এরপরই বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, বাংলার সংস্কৃতিই জানে না বিজেপি। বীরসা মুণ্ডাকে চেনেন না নেতারা। বিজেপি বাংলা বিরোধী।    



 



বিতর্কের মুখে ওই মূর্তির নীচে বীরসা মুণ্ডার ছবিতে পুষ্পার্ঘ্য দেন অমিত শাহ। তবে মূর্তি আদতে কার তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 


 


আরও পড়ুন- মুসলমানদের নিধন করতে দেব না: ফিরহাদ হাকিম