নিজস্ব প্রতিবেদন: শুক্রবার রাতেই জানান দিয়েছে আকাশ। এবার সুখবর দিল আবহাওয়া দফতর। আজ সন্ধেতেই হতে পারে বৃষ্টি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আডবাণী-জোশী থেকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্, একনজরে মোদীর দিনভরের কর্মসূচি


গতকাল গভীর রাতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হয় কলকাতা ও তার পার্শ্ববর্তি এলাকায়। মেঘের গর্জনে ঘুম ভেঙে যায় অনেকেরই। তবে যতটা গর্জন হয়েছিল ততটা বর্ষণ হয়নি। হালকা ভাবে মাটি ভিজিয়ে থেমেছে বৃষ্টি। তবে সকাল থেকেই আকাশের মুখ ভার।



এদিকে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, শনিবার সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। গরম কমার কোনও সম্ভাবনা নেই। তবে বিকেল বা সন্ধের দিকে কলকাতা ও তার পার্শ্ববর্তি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন-অমিতের কৌশলে বিজেপিতে এসে তৃণমূলকে ডোবালেন মুকুল রায় 


বেশ কয়েকদিন ধরেই বেড়েই চলেছে গরম। সেই তাপ থেকে মুক্তি পেতে হাঁসফাঁস করছিল শহর। এবার তা মিলবে বলে মনে করা হচ্ছে।