নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদ্ধার হল ছাত্রের রক্তাক্ত দেহ। বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিস সূত্রের খবর, বাবার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে বলতে ঝাঁপ দেয় সুজন সামন্ত নামে ওই ছাত্র।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রের রহস্যজনক মৃত্যু। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আজ সন্ধে ৭টা নাগাদ সুজন সামন্তের রক্তাক্ত দেহ উদ্ধার হয় সূবর্ণ জয়ন্তী ভবনের কাছে। সুজন সামন্ত কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র। তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে। তবে বাঁচানো যায়নি সুজনকে। 


পুলিস সূত্রের খবর, বাবার সঙ্গে ভিডিয়ো কলে কথা হচ্ছিল সুজনের। তখনই উপর থেকে ঝাঁপ দেন তিনি। 


আগামী জানুয়ারিতে সুজনের পরীক্ষা। তার আগে এমন ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। সুজন কি মানসিক অবসাদে ভুগছিল? নাকি বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তাঁর? আত্মহত্যা না পা পিছলে গিয়েছিল? গোটাটাই রহস্যজনক। 



আসানসোলে বাড়ি সুজন সামন্তের। এখানে গড়ফায় থাকছিলেন। 


আরও পড়ুন- ঘণ্টা বাজালাম ঢং, ঢং, কত মানে হয় বুঝে নাও! মোদীকে নিশানা মমতার